আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

নতুন বছরের প্রথম রবিবার দিন মাইথনের নাকা পয়েন্টে পুলিশের কড়া নজরদারি:-

Published on: January 3, 2021
---Advertisement---

Join WhatsApp

Join Now

মাইথন:-নতুন বছরের প্রথম রবিবার দিন মাইথন পর্যটন কেন্দ্রে উপচে পড়ে পর্যটকদের ভিড়।সেই ভিড়ে মাইথন পর্যটন কেন্দ্রের পিকনিক স্পটের নির্ধারিত নিয়মাবলি বজায় রাখার জন্য সালানপুর থানার কল্যানেশ্বরী ফাঁড়ির ইনচার্জ অমরনাথ দাসের নেতৃত্বে মাইথন কল্যানেশ্বরী নাকা পয়েন্টে কড়া নজরদারি দেখা গেলো।এইদিন মাইথনে পিকনিক করতে আসা পর্যটকদের গাড়ি দাঁড় করিয়ে চালানো হলো তল্লাশি। বাজেয়াপ্ত করা হলো থার্মাকলের পাতা,গ্লাস,বাটি সহ মদের বোতল এবং বক্স ও ডিজের জেক পিন ও গ্রেপ্তার করা হয় কয়েক জন নেশাগ্রস্থ মানুষকে।
তাছাড়া মাইথনে পিকনিক করতে আসা পর্যটকদের সচেতন করতে মাইকিং এর মাধ্যমে প্রচার। যেমন সন্ধ্যা ৪টার পর পিকনিক স্পট ছেড়ে দিতে ও নৌকায় লাইফ জ্যাকেট ব্যাবহার অনিবার্য,নেশা জাতকদ্রব ব্যাবহার না করতে।

Join Telegram

Join Now