ধামাদ্বীপা স্কুলে প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হল

                                                        বিশ্বেশ্বর মজুমদার ত্রিপুরা 
শুত্রুবার  বেলা ১১ ঘটিকায় শান্তির বাজার মহকুমার অন্তর্গত কলসীরমুখ বাজার সংলগ্ন এলাকায় ধামাদ্বীপা স্কুলে প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত ।  এই বিদ্যালয়টি আজ থেকে ঠিক ১ বছর আগে শুরুহয়েছে।  বর্তমানে বিদ্যালয়ে ছাত্র সংখ্যা ৮১ জন।  আজকের এই বর্ষপূর্তি অনুষ্ঠানের প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে শুভ সূচনা করেন পূর্ব ত্রিপুরা আসনের সাংসদ রেবতী ত্রিপুরা। 



অনুষ্ঠানে উদ্ভোদকের পাশাপাশি উপস্থিত ছিলেন বিদ্যালয়ে ফাউন্ডার ভীন কেমাছড়া, জোলাইবাড়ী ব্লকের বি এস সি চেয়ারম্যান অংকীয় মগ চৌঁধুরী, কলসী পঞ্চায়েতের চেয়ারপার্সেন অশোক কুমার মগ, বিশিষ্ট সমাজ সেবী তমাল বৈদ্য ও অন্যান্য সন্মানিত অতিথিবৃন্দ অনুষ্ঠানে ক্ষুদে শিশু শিল্পীদের দ্বারা বিভিন্ন প্রকারের নিত্য পরিবেশন করাহয়। 



আজকের অনুষ্ঠানে বক্তাদের বক্তব্য শেষে সাংসদ রেবতী ত্রিপুরা সংবাদ মাধ্যমের সামনে এলাকার সার্বিক উন্নয়ন ও বিদ্যালয়ের উন্নয়ন সম্পর্কে কিছু পরি কল্পনার কথা সংবাদমাধ্যমের সামনে তুলে ধরেনবিদ্যালয় কতৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে লোকজন আনন্দের সহিত অংশগ্রহন করেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *