আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

দুরন্ত ছন্দে রবিচন্দ্রন অশ্বিন এবং জাদেজা’

Published on: March 5, 2022
---Advertisement---

Join WhatsApp

Join Now

প্রথম ইনিংসে ৮ উইকেট হারিয়ে ৫৭৪ রান তোলে ভারত। ম্যাচের দ্বিতীয় দিন অর্থাত্‍ শনিবার , চা বিরতির পর খেলা শুরু হলে ৫৭৪ রান করে শ্রীলঙ্কা’কে ডিক্লিয়ার দিয়ে দেন রোহিত। পাহাড় প্রমাণ এই রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় শ্রীলঙ্কা। ব্যাটিং-এর পাশাপাশি বল হাতেও দুরন্ত ছন্দে দেখা যায় রবিচন্দ্রন অশ্বিন (৬১ রান) এবং জাদেজা’কে। ম্যাচের ১৯ তম ওভারে শ্রীলঙ্কান ওপেনার লাহিরু থিরুমান্নে’কে ১৭ রানে আউট করে মাঠের বাইরে পাঠিয়ে দেন অশ্বিন। প্রতিপক্ষের আর এক ওপেনার দিমুথ কারুনারাথনে’কে ২৮ রানে আউট করে শ্রীলঙ্কা’কে দ্বিতীয় আঘাতটি দেন জাদেজা।

ম্যাচের ৩৪তম ওভারে প্রতিপক্ষ দলের অভিজ্ঞ ক্রিকেটার, অ্যাঞ্জেলো ম্যাথিউস’কে ২২ রানে আউট করে গ্যালারিতে ফেরান ভারতীয় টেস্ট দলের সহ-অধিনায়ক যশপ্রীত বুমরাহ। এর পর প্রতিপক্ষের চতুর্থ উইকেটটি তুলে নেন অশ্বিন। এই সুবাদে ম্যাচের দ্বিতীয় দিনে (শনিবার) ৪ উইকেট খুইয়ে ১০৮ রান তুলেছে শ্রীলঙ্কা। ফলস্বরূপ ভারতের দেওয়া পাহাড় প্রমাণ রান(৫৭৪) স্পর্শ করতে এখনও ৪৬৬ রান করতে হবে শ্রীলঙ্কানদের।

Join Telegram

Join Now