দিলীপ ঘোষ বলেন মমতা বন্দ্যোপাধ্যায় দিশাহীন রাজনীতি করছে
সোভান দাস :-আজ পলতা নেতাজী সংঘের মাঠে এক চা চক্রের আসরে যোগ দেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সঙ্গে ছিলেন সাংসদ অর্জুন সিং বিধায়ক সুনীল সিং । দিলীপ ঘোষ বলেন মমতা বন্দ্যোপাধ্যায় দিশাহীন রাজনীতি করছে ফলে লকডাউন চারবার পরিবর্তন করেছে। তাই রাম মন্দির প্রতিষ্ঠার দিন বাধা ঘটাতে চাইছে। আজ হোক আর কাল হোক সমাজ তার প্রতিবাদ করবে।
দিলীপ ঘোষ বলেন আমরা অনুরোধ করেছিলাম 5 তারিখ লকডাউন রাখবেন না কিন্তু চোরা না শোনে ধর্মের কাহিনী। তোষণের রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রামের ভক্তি ও শক্তিতে পশ্চিমবঙ্গ পরিবর্তন ঘটবে।রাম ভক্তরা ও বিজেপি কর্মীরা রাস্তায় নামবে না, তারা বাড়িতে বসেই রামের পুজো করবেন, মন্দিরে গিয়ে পূজা দেবেন প্রদীপ জ্বালাবেন।
বিজেপি ছেড়ে অনেক নেতা তৃণমূলে যোগ দিচ্ছে এই গুজবের কথা তিনি বলেন এটা এক ধরনের চক্রান্ত করছে এতে বিজেপির কিছু আসে যায় না। এটা তৃণমূল দল নয় যে সাংসদ বিধায়ক দল ছেড়ে চলে আসে। কারো মাথা খারাপ না হলে তৃণমূলে যোগ দেয় না বিজেপি 100 ভাগ খাঁটি আছে থাকবে।