ত্রিপল বিলি করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ
ইয়াসের প্রভাবে হলদিয়া পৌরসভার হলদি নদীর তীরবর্তী এলাকার যে সব গ্রাম প্লাবিত হয়েছে সে এলাকা গুলি ঘুরে দেখলেন ও ত্রিপল বিলি করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। প্রথমে তিনি হলদিয়ার বিষ্ণুরামচক এলাকায় যান সেখানের মানুষের সঙ্গে কথা বলেন। ইয়াসের ক্ষয়ক্ষতি নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক রয়েছে কলাইকুন্ডায়। সেই বৈঠকে থাকার কথা শুভেন্দু অধিকারী ও দেবশ্রী চৌধুরীর তাই মমতা বন্দ্যোপাধ্যায় সেই বৈঠকে না থাকার কথা জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর উপস্থিত না হওয়া নিয়ে দিলীপ ঘোষ বলেন, উনি ওনার ইগোকে বড় করে দেখছেন সাধারণ মানুষদের কথা ভাবছেন না।