তৃণমূল সংখ্যালঘু সেল এর সভাপতি জুলফিকার আলী মন্ডল কে মারধরের অভিযোগ
পূর্ব বর্ধমান:আউসগ্রামে তৃণমূল নেতাকে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আউসগ্রাম 1 নম্বর ব্লকের তৃণমূল সংখ্যালঘু সেল এর সভাপতি জুলফিকার আলী মন্ডল। এদিন আউসগ্রাম বিধানসভার গ্রামের 85 নং বুথে বিজেপি ও তৃণমূল এজেন্ট দের মধ্যে বচসা ও মারামারি হয়। সেই সংঘর্ষে আহত হন জুলফিকার।
কর্মী সমর্থক ও ছেলেকে সঙ্গে নিয়ে মাথা ফাটা অবস্থায় যখন তিনি বনগ্রাম স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসার জন্য আসছিলেন সেই সময় তার গাড়ি আটকে বিজেপি কর্মী সমর্থকরা ফের হামলা চালায় বলে অভিযোগ। গাড়িতে থাকা 6 জন তৃণমূল কর্মী সমর্থককে বেধড়ক মারধর করা হয়। সবচেয়ে বেশি আহত হন জুলফিকার ও তার ছেলে। চিকিৎসা করাতে এসে তিনি জানান ছোট ঘটনায় এভাবে বারবার আক্রান্ত হতে হবে তা তিনি ভেবে উঠতে পারেননি। গোটা বিষয়টি তিনি তৃণমূল নেতৃত্বকে জানিয়েছেন ।