তমলুক সাংগঠনিক জেলা তৃণমূলের আইএনটিটিইউসির নতুন কমিটি
তমলুকঃ গঠিত হলো তমলুক সাংগঠনিক জেলা তৃণমূলের আইএনটিটিইউসির নতুন কমিটি। আজ এই কমিটি ঘোষণা করেন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আজ বিকেলে তমলুকে সাংবাদিক বৈঠক করে ঘোষণা করেন তিনি। পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্র সহ অন্যান্যরা। তমলুক সাংগঠনিক জেলা তৃণমূলের আইএনটিটিইউসি সভাপতি থাকছেন শিবনাথ সরকার।
পাশাপাশি উপদেষ্টামন্ডলীতে আনা হয়েছে সৌমেন মহাপাত্র, সুধাংশু মন্ডল ও তুষার মন্ডলকে। পাশাপাশি স্বচ্ছ ভাবমূর্তি দেখে 2 জন সহ-সভাপতি এবং দুইজন সাধারন সম্পাদক ও চারজনকে সম্পাদক করা হয়েছে। পাশাপাশি দ্রুত সমস্ত কারখানায় আইএনটিটিইউসি নতুন কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। শ্রমিকদের কোনরকম সমস্যা জানানোর জন্য টোল ফ্রি নাম্বারের সূচনা করেছেন তিনি।