আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

ডিমের উপর আর্ট এর মাধ্যমে নির্ভয়া কাণ্ডের ফাঁসির ঘটনা তুলে ধরেলেন

Published on: March 20, 2020
---Advertisement---

Join WhatsApp

Join Now

 

রিতা ভট্টাচার্য:কালনা —এতো টাল বাহানার পর নির্ভয়া কাণ্ডের অমানুষ গুলোর ফাঁসি হলো,সাত বছর ধরে দীর্ঘ লড়াইয়ের পর নির্ভয়ার আত্মার শান্তি হলো।  নির্ভয়ার মা এবং বাবা যে ভাবে এই চারজন্ অমানুষ কে ফাঁসি দেবার জন্য লড়লেন তা নজিরবিহীন। শুধু ধর্ষণ করে এই চার জন নির্ভয়াকে রেহাই দেয়নি তারপও তার শরীরের উপরে চলেছে পৈশাচিক  অত্যাচার, যা গোটা দেশকে উত্তাল করে ছিলো,গোটা বিশ্ব একটাই শাস্তি চেয়ে ছিল ফাঁসি। 

 

 
মহাভারতের যুগ থেকে এই আধুনিক যুগেও মেয়েরা একই ভাবে লাঞ্ছিত হয়েছে  তাই কালনার শিল্পী প্রসেনজিৎ দাস ডিমের মধ্যে ছবি একে বা এগ আর্টের মাধ্যমে নির্ভয়ার বেদনা এবং ওদেড় ফাঁসির চিত্র তুলে ধরেছে। 
 
দীর্ঘ সাত বছর পর  শুক্রবার ভোর সাড়ে ৫টায় ফাঁসি হল নির্ভয়া কান্ডের চার অপরাধীরএই প্রথম দিল্লির তিহার জেলে একটি নির্দিষ্ট মামলায় চার অপরাধীর ফাঁসি হলভারতের ইতিহাসেও এই ঘটনা নজিরবিহীনমৃত্যুদন্ডের সাজা কার্যকর করা হল আসামী অক্ষয় ঠাকুর(৩১), পবন গুপ্তা(২৫), বিনয় শর্মা (২৬) ও মুকেশ সিংয়ের(৩২) বিরুদ্ধেস্বস্তি পেল এতো বছর ধরে আদালতে চক্কর কাটা নির্ভয়ার পরিবার

Join Telegram

Join Now