টিকাকরণ যথেষ্ট দ্রুতগতিতে না চলায় উদ্বেগ প্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

INNTERNET: দেশের নানা প্রান্তে দেখা দিয়েছে ভ্যাকসিনের সংকট। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার রিভিউ মিটিং-এ বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টিকাকরণ যথেষ্ট দ্রুতগতিতে না চলায় তিনি উদ্বেগ প্রকাশ করেন। স্বাস্থ্যমন্ত্রকের এক অফিসার বলেছেন, ‘প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে, ৪৫-এর বেশি যাঁদের বয়স, তাঁদের ৩১ শতাংশকে ভ্যাকসিনের অন্তত একটি ডোজ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, রাজ্যগুলিকে বুঝতে হবে, এই পরিস্থিতিতে টিকাকরণের হার কোনওভাবেই কমলে চলবে না।’ ভারত এখন বিশ্বে কোভিড ভ্যাকসিনের ম্যানুফ্যাকচারিং হাব হয়ে উঠেছে। কিন্তু দেশের ১৩৬ কোটি মানুষের খুব কম অংশই এখনও পর্যন্ত প্রতিষেধক নিয়েছেন। বেশ কয়েকটি রাজ্য অভিযোগ করেছে, তাদের কাছে যথেষ্ট পরিমাণ ভ্যাকসিন নেই।

স্বাস্থ্যমন্ত্রক জানাচ্ছে, অসম, পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ডে দৈনিক সংক্রমণের হার বেশি। এই রাজ্যগুলিতে করোনায় মৃত্যুহারও বাড়ছে। অন্যদিকে, মহারাষ্ট্র, গুজরাট, কর্নাটক, কেরল, উত্তরপ্রদেশে ভাইরাস সক্রিয় রোগীর সংখ্যা লাগামহীন ভাবে বেড়ে চলেছে। মহারাষ্ট্রে এখনই ভাইরাস সক্রিয় রোগী সাড়ে ৬ লাখের বেশি। এদিকে দেশে ভাইরাস সক্রিয় রোগীর সংখ্যা ৩৬ লাখ ৬৬ হাজার।  বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) বলছে, বিশ্বের মোট কোভিড আক্রান্তের ৪৬ শতাংশই ভারতে। মৃত্যুর ২৫ শতাংশ হয়েছে ভারত থেকে।প্রধানমন্ত্রী বলেছেন, কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে যথাসম্ভব সাহায্য করবে। সম্প্রতি অনেকে ভেবেছিলেন, ভারতে সেকেন্ড ওয়েভ ধীরে ধীরে স্তিমিত হয়ে আসছে। কিন্তু বৃহস্পতিবার সকালে জানা যায়, তার আগের ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৪ লক্ষ ১২ হাজার ২৬২ জন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *