আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

টিউবওয়েলে চাপ দিতেই বেরিয়ে এল মদ

Published on: October 11, 2022
---Advertisement---

Join WhatsApp

Join Now

অবৈধ মদের কারবার রমরমিয়ে চলছে গুনা এলাকায়।খবর পেয়েই চাঁচোড়া এবং রাঘোগড় নামে ২টি গ্রামে হানা দেয় পুলিশের একটি দল।গ্রামে গিয়ে পুলিশের চোখে পড়ে ফাঁকা মাঠের মধ্যে বসানো রয়েছে একটি টিউবওয়েল।মাঠের মধ্যে টিউবওয়েল বসানো, তা নিয়ে সন্দেহ হয় পুলিশের।

এর পরই পুলিশ টিউবওয়েলের কাছে গিয়ে সেটির হাতলে চাপ দিতেই বেরিয়ে আসে মদ।আসলে জলের জন্য নয় মদের জন্য টিউবওয়েল।পুলিশ টিউবওয়েলের চারপাশ খোঁড়া শুরু করে। প্রায় সাত ফুট মাটি খোঁড়ার পর দেখা যায়, থরে থরে সাজানো রয়েছে মদভর্তি একাধিক ড্রাম।

এক পুলিশকর্তা জানিয়েছেন টিউবওয়েলের সাহায্যে সেই মদ পাউচে ভরে বিক্রি করা হত।কয়েক হাজার লিটার অবৈধ মদ উদ্ধার করেছে পুলিশ। এই কারবারের সঙ্গে জড়িত ৮ অভিযুক্তকে খুঁজছে পুলিশ।মদ কারবারিদের খোঁজে জোর তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Join Telegram

Join Now