চেতলা অগ্রণী ক্লাব এর শুভ উদ্যোগ
চেতলা অগ্রণী ক্লাব এর পক্ষ থেকে বিনা পয়সায় অক্সিজেন কন্সেন্ট লেটার দেওয়া হচ্ছে বলে জানালেন পরিবহন ও আবাসন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি জানিয়েছেন এই কাজ অবিলম্বে শুরু হয়ে গেছে ।কুড়িটি অক্সিজেন সেন্টার রয়েছে যাদের যাদের প্রয়োজন তাদের কে ইতিমধ্যে দেওয়া শুরু হয়ে গেছে। চেতলা অগ্রণী ক্লাব এক শুভ উদ্যোগ নিয়েছে বলেও তিনি জানিয়েছেন। পাশাপাশি তিনি জানিয়েছেন যাদের অক্সিজেন কন্সেন্ট লেটার এর কাজ শেষ হয়ে যাবে দশদিন পর তারা যেন সেই জিনিসটি ফেরৎ দিয়ে দেয় । আবার সেই জিনিসটি রিফিল করতে হবে পরবর্তী সময়ে যাদের প্রয়োজন তাদেরকে দেওয়া হবে।
দুটি ফোন নাম্বার দেওয়া হয়েছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করলেই সঙ্গে সঙ্গে যাদের অক্সিজেন প্রয়োজন তাদের বাড়িতে পৌঁছে যাবে অক্সিজেন সিলিন্ডার ।পাশাপাশি ফিরহাদ হাকিম জানিয়েছেন প্রথমেই এই জায়গায় এই ব্যবস্থা করা হয়েছে। তারপরে ধীরে ধীরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হবে। এ এক অভিনব উদ্যোগ বলে তিনি জানিয়েছেন মানুষের সুবিধার্থে এই কাজ করা হচ্ছে ।তবে মানুষকে অনেক বেশি সতর্ক ও সচেতন থাকতে হবে ।তারা নিজেরা জানো মাস্ক ব্যবহার করেন এবং যা যা কভিড বিধি রয়েছে সেগুলো যেন মেনে চলেন সেকথাও জানিয়েছেন ফিরহাদ হাকিম।