আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

চুপিসারে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা মহেন্দ্র সিং ধোনির

Published on: August 15, 2020
---Advertisement---

Join WhatsApp

Join Now

 সৌজন্যে :ইন্টারনেট –প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকর বলেছিলেন নিঃশব্দেই খেলা ছাড়বেন মাহি। বাস্তবে হলও তাই।  স্বাধীনতা দিবসের সন্ধ্যায় দেশবাসী তথা ফ্যানেদের খারাপ খবর দিলেন মাহি! চুপিসারে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ইনস্টাগ্রাম এ পোস্ট করে নিজের অবসরের কথা জানিয়ে দিলেন এমএসডি।


২০১৯ বিশ্বকাপের পরই ব্যাট-প্যাড তুলে রাখবেন এমএস ধোনি। বহুদিন ধরেই এমন খবর হাওয়ায় ভেসেছে। যদিও ধোনি ঘনিষ্ঠরা বলেছেন, এমএসডি কবে অবসর নেবেন সেটা একমাত্র তিনিই জানেন। এই ব্যাপারে তাঁর স্ত্রী সাক্ষীও নাকি টের পাবেন না।হলো তাই ,টের পেলেন না কেও ।  আসলে মহেন্দ্র সিং ধোনি মানেই আনপ্রেডিক্টেবল!! এর আগে নেতৃত্ব ছাড়ার আগেও ধোনির চলাফেরা কেউ টের পাননি। হঠাত্ করেই তিনি জানিয়ে দিয়েছিলেন, ক্যাপ্টেন্সি ছাড়ছেন!


আসলে তিনি ‘ক্যাপ্টেন কুল’। ২০১৯ বিশ্বকাপের সেমি ফাইনালের পর আর 

জাতীয় দলের জার্সিতে খেললেনি এমএসডি।তাই স্বাভাবিকভাবেই ঘুরপাক খেতে 

থাকে মাহির অবসর জল্পনাও। জাতীয় দলে ধোনির ভবিষ্যত্ নিয়ে প্রশ্ন উঠতে 

থাকে । ধোনি কি আর জাতীয় দলে কামব্যাক করতে পারবেন? সব জল্পনা

 নিজেই মুছে দিলেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও IPL 

এ খেলবেন।

 

Join Telegram

Join Now