খেলা চলাকালীন ফুটবলার ইচ্ছাকৃতভাবে কাশেন সঙ্গে সঙ্গেই লালকার্ড
সৌজন্যে :ইন্টারনেট(সি.এন) -করোনা ভাইরাসের আতঙ্ক কাটিয়ে বিশ্বের বহু দেশে ফিরেছে ফুটবল। তবে খেলা চলছে দর্শকশূন্য স্টেডিয়ামে। তবুও সংক্রমণ ঠেকাতে আরও কড়া সিদ্ধান্ত নিল ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (FA)। এবার থেকে খেলা চলাকালীন কোনও ফুটবলার ইচ্ছাকৃতভাবে কাশেন, তবে তাঁকে সঙ্গে সঙ্গেই লালকার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এফএ রেফারি ও ম্যাচ কমিশনারদের উদ্দেশে স্পষ্টভাবে জানিয়েছে, মাঠের মধ্যে কোনও ফুটবলার যদি ইচ্ছে করে কোনও রেফারি, কর্তা বা অন্য কোনও ফুটবলারের কাছাকাছি গিয়ে কেশে ফেলেন, তাহলে রেফারি চাইলে ওই ফুটবলারকে সরাসরি লাল কার্ড দেখাতে পারেন। তবে সবটাই নির্ভর করবে ওই ম্যাচের রেফারি বা অফিসিয়ালদের ওপর। রেফারি ইচ্ছা করলে ম্যাচ অফিসিয়ালদের সঙ্গেও আলোচনা করে নিতে পারেন।
ওই নির্দেশিকায় স্পষ্ট করেই জানানো হয়েছে, যদি সত্যি কারণে কোনও ফুটবলার কেশে থাকেন, অর্থাৎ সেটা যদি ইচ্ছাকৃত না হয় তাহলে তাঁকে রেফারি লাল কার্ড দেখাবেন না। তবে তিনি ওই ফুটবলারকে সতর্ক করতে পারেন বা খুব বেশি হলে হলুদ কার্ড দেখাতে পারেন। এছাড়া এবার থেকে মাঠের মধ্যে যেখানে-সেখানে থুতু ফেলার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কোনও ফুটবলার এরকম করলে কড়া ব্যবস্থা নিতে পারেন রেফারি। তবে এই নিয়ম শুধুমাত্র ইংল্যান্ডের ফুটবল লিগেই কার্যকর থাকলেও ইউরোপের অন্যান্য দেশেও এই নিয়ম চালু করার কথা ভাবা হচ্ছে। বল স্যানিটাইজ করা থেকে শুরু করে ফুটবলারদের একাধিক স্বাস্থ্যবিধি মানার নির্দেশ দেওয়া হয়েছে।