কোটি কোটি টাকা ব্যায়ে বালুরঘাট এয়ারপোর্টে সীমানা প্রাচীর নির্মাণে দুর্নীতির অভিযোগ


                                   রানা চ্যাটার্জী :বালুরঘাট 

কোটি কোটি টাকা ব্যায়ে বালুরঘাট এয়ারপোর্টে সীমানা প্রাচীর নির্মাণে দুর্নীতির অভিযোগ, অভিযোগ সামনে আসতেই তদন্তের দাবী সাংসদ-এর।  সাধারণ মানুষের অভিযোগ বালুরঘাট এয়ারপোর্টের সীমানা নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে, অভিযোগ এয়ারপোর্টের প্রাচীর নির্মাণ করা হচ্ছে লাল বালির পরিবর্তে সাদা বালি দিয়ে।


আরও অভিযোগ ঠিকাদারের সঙ্গে  পূর্ত দপ্তরের আধিকারিকদের যোগসাজশের কারনেই নাকি এবিষয়ে উদাসীন পূর্ত আধিকারিকরা।বালুরঘাট এয়ারপোর্টের রানওয়ে তৈরীর কাজ বর্তমানে সমাপ্ত, কবে বালুরঘাট এয়ারপোর্ট থকে উড়বে বিমান  সেই প্রতিক্ষায় প্রতিক্ষারত জেলাবাসী।



 জানা গেছে পশ্চিমবঙ্গ সরকারের পূর্ত দপ্তর টেন্ডার ডেকে এক ঠিকাদার সংস্থাকে এয়ারপোর্টের সীমানা প্রাচীর নির্মাণের বরাত দেয়। বালুরঘাটের বাসিন্দাদের অভিযোগ বরাত পাওয়া ঐ ঠিকাদার সংস্থা এয়ারপোর্টের সীমানা প্রাচীর নির্মাণের কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করছে এবং সেখানে লাল বালির পরিবর্তে নির্মাণ কাজে ব্যবহার করা হচ্ছে সাদা বালি।


 যদিও এরকম চলতে থাকলেও এই বিষয়ে কেন মুখ ঘুরিয়ে বালুরঘাটের পূর্ত আধিকারিকরা সেই বিষয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলে সরব হয়েছেন বালুরঘাটের একাধিক মানুষ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *