কেশপুর বিধানসভার বিজেপি কর্মীর বাবাকে মারধরের অভিযোগ

ফের ভোট পরবর্তী হিংসা পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরে। বিজেপি কর্মীর বাবাকে বেধড়ক মারধরের অভিযোগ শাসকদলের বিরুদ্ধে। ঘটনায় তীব্র চাঞ্চল্য কেশপুর বিধানসভার অন্তর্গত বিনাবেড়িয়া গ্রামে। অভিযোগ, কেশপুর উত্তর মণ্ডলের বিজেপির যুব সভাপতি উৎপল পাঁজাকে বেশ কয়েকদিন ধরেই হুমকি দিচ্ছিল শাসক দলের নেতাকর্মীরা। এরপর রবিবার উৎপলের বাবা স্বপন পাঁজাকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ।

তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের মারে চোখের ওপরে চোট পায় স্বপন পাঁজা। ঘটনার পরেই আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করেছে স্বপন পাঁজাও তাঁর পরিবার। নিজেদের হার নিশ্চিত জেনেই এ ধরনের হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ এনেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। সবমিলিয়ে ভোটপরবর্তী হিংসায় ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে কেশপুরের বিভিন্ন এলাকা, বিনাবেরিয়ার ঘটনা সেই তালিকায় নয়া সংযোজন। কত দিনের শান্ত হবে কেশপুর! সেটাই বড় প্রশ্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *