কুড়িটি BJP পরিবার গ্রামে ফিরে তৃণমূল শিবিরে যোগদান
মঙ্গলকোটের বনপাড়ায় কুড়িটি BJP পরিবার গ্রামে ফিরল বিধায়কের উদ্যোগে, গ্রামে ফিরতেই তৃণমূল শিবিরে যোগদান সমস্ত পরিবার।মঙ্গলকোট ব্লক এর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বনপাড়া গ্রামে আজ কুড়িটি বিজেপি পরিবার ঘরে ফিরল বিধায়ক অপূর্ব চৌধুরীর নেতৃত্বে।এই সমস্ত পরিবার ভোটের রেজাল্ট আউটের পর থেকেই গ্রামছাড়া ছিলেন তারা জানান যে ভয় তারা গ্রাম থেকে পালিয়ে গেছিলেন।
বিজেপি কর্মী আহমদ আলী জানান, বিধানসভা ভোটে আমরাই ক্ষমতায় আসব। কিন্তু ভোটের রেজাল্ট দেখি উল্টো ।তাই ভোটের ফল ঘোষণার পরেই আমরা গ্রামছাড়া ছিলাম বিধায় অপূর্ব চৌধুরীর নেতৃত্বে আজ গ্রামে ফিরলাম খুব ভালো লাগছে।
মঙ্গলকোট ব্লকের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রেজাউল হক জানান, বিধায়ক অপূর্ব চৌধুরীর নির্দেশে আজ আমরা এই সমস্ত বিজেপি কর্মীদের ঘরে ফিরলাম। প্রায় কুড়িটি পরিবার বাইরে ছিল ।তৃণমূল কংগ্রেস সবসময়ই শান্তির সাথে ।তাই এদেরকে বার্তা দিলাম গ্রামের শান্তি বজায় রাখবেন। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের এই ব্যবহারে তারা খুশি হয়ে আজ সমস্ত পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করলো।