আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

কামারহাটির ভোটে প্রচারে মুম্বইয়ের গ্ল্যামার মহিমা চৌধুরী

Published on: April 6, 2021
---Advertisement---

Join WhatsApp

Join Now

 নুসরত জাহান, কবীর সুমন, নচিকেতা চক্রবর্তীর পর এবার কামারহাটির তৃণমূল প্রার্থী ও প্রাক্তন মন্ত্রী মদন মিত্রকে জয়যুক্ত করার আবেদন করলেন নাইন্টিজের গ্ল্যাম-গার্ল মহিমা চৌধুরী। মুম্বই থেকে আরও একবার ভোট প্রচারে ছুটে এলেন তিনি। শেষ এসেছিলেন ২০১১ সালে। ৫ এপ্রিল বাংলা বলি-স্টারদের চমকে জমজমাট। একদিকে টালিগঞ্জে তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাসের হয়ে প্রচারে সাড়া ফেলেছেন জয়া বচ্চন, অন্যদিকে কামারহাটিতে ঝড় তুললেন মহিমা চৌধুরী। হুড খোলা জিপে করে ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে প্রচার করলেন অভিনেত্রী। 

মহিমাকে পাশে পেয়ে উচ্ছ্বসিত মদন মিত্র টুইট করে লিখেছেন, ‘আপনাকে ধন্যবাদ জানানোর সত্যি কোনও ভাষা খুঁজে পাচ্ছি না। আমরা সৌভাগ্যবান যে আরও একবার মহিমা চৌধুরীকে আমাদের পাশে পেয়েছি।’ সঙ্গে রোড-শো’য়ের একটি ভিডিও পোস্ট করেছেন তিনি।অন্যদিকে মহিমা চৌধুরীর কথায়, আগে যেবার তিনি মদন মিত্রর হয়ে প্রচার করেছিলেন, তখন তিনি জিতেছিলেন। এবারও তিনি আশাবাদী, মদন মিত্র জিতবেন। এবং আরও একবার মন্ত্রিত্ব পাবেন।

Join Telegram

Join Now