করোনা আতঙ্কে ইংল্যান্ড সফর থেকে নাম প্রত্যাহার করে নিলো ৩ ক্রিকেটার
সৌজন্যে :ইন্টারনেট -প্রায় ৪মাস পর ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। আগামী ৮ই জুলাই থেকে শুরু হতে চলেছে আন্তর্জাতিক ক্রিকেট।
৩টি টেস্ট সিরিজ খেলতে আসছে ইংল্যান্ড এ ওয়েস্টইন্ডিজ। ৩টি খেলায় হবে দর্শকঃ শূন্য স্টেডিয়ামে। করোনা ভাইরাস এর কারণে তিন ক্রিকেটার যেতে রাজি নন। তার মধ্যে বা হাতি ব্যাটসম্যান শিমরান হেটমায়ার ইংল্যান্ড সিরিজে যেতে রাজি নন।
অলরাউন্ডার কিমো পল ও নাম প্রত্যাহার করে নিয়েছেন সফর থেকে।
হেটমায়ার, কিমোর পর যেতে রাজি নন ড্যারেন ব্রাভো।
করোনা আতঙ্কে ইংল্যান্ড সফর থেকে নাম প্রত্যাহার করে নিলো ৩ ক্রিকেটার।৮ই জুলাই শেষ পর্যন্ত সফর কার্যকরী হবে কিনা তা আগামী দিন বলবে।