করোনা আক্রান্ত হলেন সদ্যসমাপ্ত রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে খেলা ক্রিকেটার সুব্রহ্মনিয়ম বদ্রিনাথ

 সচিন তেন্ডুলকর ও ইউসুফ পাঠানের পর করোনা আক্রান্ত হলেন সদ্যসমাপ্ত রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে খেলা আরও ক্রিকেটার সুব্রহ্মনিয়ম বদ্রিনাথ। গত দু’দিনে এই নিয়ে ইন্ডিয়া লেজেন্ডস দলের তিন কোভিডে আক্রান্ত হওয়ায় বড়সড় প্রশ্নের মুখে এই সচেতনতা ক্রিকেট সিরিজ।

সচিন ও ইউসুফের মতোই নিজের টুইটার অ্যাকাউন্টে করোনা আক্রান্তের কথা জানান বদ্রিনাথ। তিনি লেখেন, ‘প্রয়োজনীয় সমস্ত সতর্কতা মেনেছিলাম। নিয়মিত পরীক্ষা করাচ্ছিলাম। কিন্তু তারপরেও কোভিড-১৯ আক্রান্ত হয়েছি। আমার শরীরে করোনার মৃদু উপসর্গ রয়েছে। আপাতত যাবতীয় নিয়ম মেনে হোম আইসোলেশনে রয়েছি। চিকিত্‍সকের পরামর্শ অনুযায়ী যা যা মেনে চলার সবই করছি।’

শনিবার সকালেই মাস্টার ব্লাস্টার্সের করোনা আক্রান্ত হওয়ার খবর সামনে আসে। আর সন্ধেয় টুইট করে তাঁর করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের ফাইনালে ‘ম্যান অফ দ্য ম্যাচ’ ইউসুফ। সিরিজ শেষ হওয়ার পর জৈব সুরক্ষা বলয় ছেড়ে বেরোতেই তারকা ক্রিকেটারদের করোনা আক্রান্ত হওয়ার খবর উদ্বেগ বাড়াচ্ছে।

টুইটবার্তায় ইউসুফ জানিয়েছিলেন, সাম্প্রতিক সময়ে তাঁর সংস্পর্শে আসা সকলে যেন কোভিড-১৯ টেস্ট করিয়ে নেন। এক টুইটবার্তায় তাঁর করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়ে ইউসুফ লিখেছিলেন, ‘মৃদু উপসর্গ ছিল। পরীক্ষার পর জানতে পারি আমি করোনা আক্রান্ত। বাড়িতেই আমি নিজেকে কোয়ারেন্টাইনে রেখেছি। প্রয়োজনীয় সকল সতর্কতা গ্রহণ করে চলেছি। আমি অনুরোধ করব যারা আমার সংস্পর্শে এসেছেন তারা যত শীঘ্রই পারেন পরীক্ষা করিয়ে নিন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *