করোনায় মৃত পানিহাটি পুরসভার প্রশাসক স্বপন ঘোষের দেহ নিয়ে রীতিমতো শোক মিছিল , সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা
সৌজন্যে :ইন্টারনেট :মৃত্যুর আবেগের কাছে হার মানল করোনা সংক্রান্ত বিধিনিষেধ। শুক্রবার করোনায় মৃত পানিহাটি পুরসভার প্রশাসক স্বপন ঘোষের দেহ নিয়ে রীতিমতো শোক মিছিল হল এলাকায়। স্বাস্থ্যবিধি উপেক্ষা করে শয়ে শয়ে মানুষ জমায়েত হয়েছিলেন। আর তাতে যেমন সংক্রমণে বৃদ্ধির আশঙ্কা বাড়ল কয়েকগুণ, তেমনই পুলিশ কীভাবে এই শোকমিছিলের অনুমতি দিল, তা নিয়েও উঠে গিয়েছে প্রশ্ন।
পানিহাটি পুরসভার প্রশাসক স্বপন ঘোষ এলাকায় জনপ্রিয় নেতা হিসেবেই পরিচিত ছিলেন। দীর্ঘদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন। বছর তিনেক আগে কিডনি প্রতিস্থাপনও হয় তাঁর। এর মধ্যেই আবার অসুস্থ হয়ে পড়েছিলেন। করোনা আবহে সচেতন নাগরিকের দায়িত্ব মেনে পরীক্ষা করান। রিপোর্ট পজিটিভ আসার পর তড়িঘড়ি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় তাঁকে। বৃহস্পতিবার গভীর রাত থেকে আচমকাই স্বপনবাবুর শারীরিক অবস্থার অবনতি হয়। শুরু হয় প্রচণ্ড শ্বাসকষ্ট। শুক্রবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পানিহাটির পুরপ্রশাসক তথা তৃণমূলের বর্ষীয়ান রাজনীতিক।