করোনার জেরে স্কুল কলেজ বন্ধের নির্দেশ রাজ্যের …তবে কি বন্ধ থাকবে রাজনৈতিক দলীয় কর্মসূচিও

রিয়া ঘোষ :কলকাতা –করোনার আতঙ্কের জের শিক্ষা প্রতিষ্ঠানেও । আগামী সোমবার থেকে রাজ্যের সমস্ত স্কুল ও কলেজ বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার।শনিবার

একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে নবান্ন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে স্কুল,কলেজ এবং মাদ্রাসা-সহ সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান।কিন্তু রুটিন অনুযায়ী চলবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। তাতে কোনও রদবদল হবে না।


এর আগেই নির্দেশিকা জারি করে  জানানো হয়েছিল যে, ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকছে খড়গপুর IIT। শনিবার সকাল থেকেই ক্যাম্পাস ছাড়তে শুরু করেছেন ছাত্রছাত্রীরা। পাশাপাশি আজ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমস্ত ক্লাস এবংপরীক্ষা। এমনকি হোস্টেলও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। সমস্ত অনুষ্ঠানও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে ।৩১ মার্চের পর পরবর্তী পদক্ষেপ জানাবে নবান্ন । 


শিক্ষা প্রতিষ্ঠান ও অনুষ্ঠান বাড়ি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।তাহলে কি বন্ধ থাকবে রাজনৈতিক বিভিন্ন অনুষ্ঠানও ?রাজ্য জুড়ে চলছে বাংলার গর্ব মমতা ,জলযোগে যোগাযোগ সহ নানান কর্মসূচি। সোমবার থেকে কি তাহলে এই সমস্ত কর্মসূচি বন্ধ থাকছে ?যদিও জানা যায় এ বিষয়ে তেমন কিছু জানায়নি নবান্ন। এখন দেখার বিষয় এই ভাইরাস এর হাত থেকে রাজ্যবাসীকে রক্ষা করতে আর কি কি পদক্ষেপ নেয় রাজ্য সরকার।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *