এক লক্ষ টাকা কুড়িয়ে পেয়ে ফেরত দিল পৌরসভায়
সততার নাজির নদীয়ার করিমপুরের এক মুদিখানা ব্যবসায়ীর। দুই কর্মচারী অরবিন্দ হালদার ও জাহাঙ্গীর আলম দুজন মুদিখানার সামগ্রী কিনতে বাসে করে রানাঘাটে আসেন। নামেন রানাঘাট প্রামানিক বাসস্টপে। সেখান থেকে তাঁরা টোটো করে সোজা রানাঘাট বাজারে আসেন। সেই সময়ই অরবিন্দ হালদারের পকেট থেকে এক লক্ষ টাকা পড়ে যায়। দুই ব্যবসায়ী দিশেহারা হয়ে পড়ে। আর সেই এক লক্ষ টাকা কুড়িয়ে পায় এক টোটো চালক তাপস কুন্ডু ও রানাঘাট পৌরসভার অস্থায়ী কর্মী সুমন্ত নায়েক। কুড়িয়ে পাওয়া টাকা রানাঘাট পৌরসভায় জমা দেয় তাপস ও সুমন্ত।