আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

একাধিক বার দোকান চুরি

Published on: August 1, 2021
---Advertisement---

Join WhatsApp

Join Now

একাধিক বার দোকান চুরির ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলল গ্রামবাসীরা। পটাশপুর দু’নম্বর ব্লকের পঁচেট 4 নম্বর গ্রাম পঞ্চায়েতের গোবর্ধনপুর এলাকার ঘটনা।রবিবার ভোর রাতে গোবর্ধনপুর এলাকায় ললাট-জনতা রাজ্য সড়কের পাশে থাকা একটি বড় ভূষিমাল দোকানে চুরির ঘটনা ঘটে।এই দোকান ঘটনায় দোকানের মালিক তিনি জানিয়েছেন সকালে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন স্থানীয় মানুষজন। হঠাৎ দেখেন দেখতে পান দোকানের দরজা খোলারয়েছে। স্থানীয়দের সন্দেহ হয় দোকান চুরি হয়েছে । স্থানীয়রা খবর দেয় দোকান মালিক কে। দোকানের মালিক এসে দোকানের ভেতরে গিয়ে দেখতে পান দোকানের ভেতরে থাকা সমগ্র সামগ্রী চুরি গেছে চুরি গিয়েছে ।দোকানে থাকা ফ্রিজ নগদ অর্থ টিভি ভুসিমাল সামগ্রী বহুকষ্টে ধারদেনা করে দোকান সাজিয়েছিলেন দোকানদার দোকানের সমস্ত চুরি যাওয়ায় অভিযোগের আঙুল তুলেছেন পুলিশ প্রশাসনের বিরুদ্ধে দোকান মালিক জানান গত কয়েকদিন আগেই তার দোকানে জানালা ভেঙে দোকানের সামগ্রী চুরি গিয়েছিল সেই ঘটনার পর আজ আবার পুনরায় দোকানটি চুরি হয়। আগের বার দোকান চুরির ঘটনায় পটাশপুর থানার পুলিশের কাছে অভিযোগ জানালে কোন ব্যবস্থা নেওয়া হয়নি পুলিশের তরফে।

Join Telegram

Join Now