বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

একদিকে ধোনির অবসর অন্যদিকে সুখবর অবসর ভেঙে মাঠে ফিরছেন যুবরাজ

Published on: August 16, 2020
---Advertisement---

Join WhatsApp

Join Now

সৌজন্যে :ইন্টারনেট –দীর্ঘ সময় পর ফের বাইশ গজে ফেরার সম্ভাবনা দেখা দিয়েছে ভারতের বিশ্বকাপজয়ী অলরাউন্ডারের। টিম ইন্ডিয়ার জার্সিতে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০১৭ সালে। এরপর দীর্ঘদিন জাতীয় দলে সুযোগ না পাওয়ায় ২০১৯ সালে বিশ্বকাপ চলাকালীন ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নেন ২০১১ বিশ্বকাপের সেরা ক্রিকেটার যুবরাজ সিং। দীর্ঘ সময় পর ফের বাইশ গজে ফেরার সম্ভাবনা দেখা দিয়েছে ভারতের বিশ্বকাপজয়ী অলরাউন্ডারের।


পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব পুনিত বালি চাইছেন অবসর ভেঙে ফের পাঞ্জাবের হয়ে ঘরোয়া ক্রিকেটে মাঠে নামুন যুবরাজ সিং। তবে যুবরাজ সিং অবশ্য এখন পর্যন্ত কিছু জানাননি। পিসিএ-র সঙ্গে দীর্ঘদিন চুক্তিবদ্ধ নন যুবরাজ,এছাড়া ক্রিকেটে ফিরতে হলে BCCI র  অনুমতি নিতে হবে যুবিকে।


 ভারতীয় ক্রিকেটে অবসর ভেঙে ফেরার প্রক্রিয়াটা একেবারেই সহজ নয়। বিশেষ করে কানাডা এবং আবুধাবিতে বিদেশি লিগ খেলা যুবরাজের ফেরার পথ কিছুটা হলেও কঠিন। তবুও তিনি আশা ছাড়ছেন না পুনিত । তাঁর মতে, তরুণদের নিয়ে কাজ করার ইচ্ছে আছে যুবরাজের। তাই যুবরাজের অভিজ্ঞতা এবং সামর্থ্য তরুণদের উৎসাহিত করতে কাজে দেবে বলে মনে করেন পুনিত বালি। পাঞ্জাবের হয়ে তিন ফরম্যাটেই যুবরাজকে খেলার অনুরোধ করেছেন পুনিত। এখন যুবি কি সিদ্ধান্ত নেবেন তার উপরে নির্ভর করছে সবটা। 

Join Telegram

Join Now