‘একই যাত্রায় পৃথক ফলে’র অভিযোগ
বাঁকুড়াঃ ‘একই যাত্রায় পৃথক ফলে’র অভিযোগ উঠছে বাঁকুড়ায়। রাজ্য ও বাঁকুড়া জেলার বিভিন্ন অংশে সাম্প্রতিক সময়ে বজ্রপাতে মৃতদের পরিবার রাজ্য সরকারের তরফে দু’লক্ষ টাকা ক্ষতিপূরণের পাশাপাশি শাসক দল তৃণমূলের তরফেও দু’লক্ষ টাকা পেয়েছেন। কিন্তু বাঁকুড়া-২ ব্লকের বেলবনি গ্রামের বজ্রপাতে মৃত সুভাষ রায়ের পরিবারকে রাজ্য সরকার প্রদত্ত দু’লক্ষ টাকাতেই আটকে থাকতে হলো। তৃণমূলের তরফে কোন টাকা এই পরিবারটিকে দেওয়া হয়নি। রবিবার চিত্রাভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জী ঐ পরিবারের হাতে এই টাকার চেক তুলে দেন।
প্রসঙ্গত, গত ৫ জুন মাঠে ঘাস কাটতে গিয়ে বেলবনী গ্রামের বছর তিপান্নর সুভাষ রায় বজ্রস্পৃষ্ট হয়ে মারা যান। পরে এদিন রাজ্যসরকার প্রদত্ত আর্থিক ক্ষতিপূরণ।মিললেও শাসক দলের তরফে কোন আর্থিক সাহায্য তাঁর পরিবার পাননি।