আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

‘একই যাত্রায় পৃথক ফলে’র অভিযোগ

Published on: June 13, 2021
---Advertisement---

Join WhatsApp

Join Now

বাঁকুড়াঃ ‘একই যাত্রায় পৃথক ফলে’র অভিযোগ উঠছে বাঁকুড়ায়। রাজ্য ও বাঁকুড়া জেলার বিভিন্ন অংশে সাম্প্রতিক সময়ে বজ্রপাতে মৃতদের পরিবার রাজ্য সরকারের তরফে দু’লক্ষ টাকা ক্ষতিপূরণের পাশাপাশি শাসক দল তৃণমূলের তরফেও দু’লক্ষ টাকা পেয়েছেন। কিন্তু বাঁকুড়া-২ ব্লকের বেলবনি গ্রামের বজ্রপাতে মৃত সুভাষ রায়ের পরিবারকে রাজ্য সরকার প্রদত্ত দু’লক্ষ টাকাতেই আটকে থাকতে হলো। তৃণমূলের তরফে কোন টাকা এই পরিবারটিকে দেওয়া হয়নি। রবিবার চিত্রাভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জী ঐ পরিবারের হাতে এই টাকার চেক তুলে দেন।

প্রসঙ্গত, গত ৫ জুন মাঠে ঘাস কাটতে গিয়ে বেলবনী গ্রামের বছর তিপান্নর সুভাষ রায় বজ্রস্পৃষ্ট হয়ে মারা যান। পরে এদিন রাজ্যসরকার প্রদত্ত আর্থিক ক্ষতিপূরণ।মিললেও শাসক দলের তরফে কোন আর্থিক সাহায্য তাঁর পরিবার পাননি।

Join Telegram

Join Now