এই প্রথম সাজাপ্রাপ্ত বন্দীদের নিয়ে শুরু হল শীতকালীন মেলা

                                                 রাজীব মন্ডল :বর্ধমান –

পূর্ব বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে এই প্রথম সাজাপ্রাপ্ত বন্দীদের নিয়ে শুরু হল শীতকালীন মেলা। ২৫ ও ২৬ জানুয়ারী দুুুদিন ব্যাপী এই মেলায় সাধারণের প্রবেশ থাকছে অবাধ। শনিবার বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে এই মেলার উদ্বোধন করেন কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস।  

 ছিলেন রাজ্য কারা দপ্তরের এ.ডি.জি,বর্ধমান রেঞ্জের ডিআইজি, জেলাশাসক বিজয় ভারতী সহ অন্যান্য আধিকারিকরা। 
মন্ত্রী জানিয়েছেন, জেল থেকে সংশোধনাগার। সংশোধনাগার মানে সেখানে বন্দীদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার উদ্যোগ।

                

 আর এই উদ্যোগের অঙ্গ হিসাবে গতবছর থেকে শুরু হয়েছে সাজাপ্রাপ্ত বন্দীদের নিয়ে নানান অনুষ্ঠানের। প্রথমবার কলকাতার প্রেসিডেন্সী সংশোধনাগারের পর এবার জেলায় জেলায় এই কর্মসূচী ছড়িয়ে দেবার উদ্যোগ নেওয়া হয়েছে। সেই কর্মসূচী অনুযায়ী এবার বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগার এবং এরপর জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারের বন্দীদের নিয়ে অনুষ্ঠিত হচ্ছে মেলা। 


এদিনের মেলায় ১০টি স্টল তৈরী করা হয়েছে,তাতে বন্দি আবাসিকদের হাতে তৈরী ব্যাগ,জামা-কাপড় থেকে বিভিন্ন রকমে খাবার বিক্রির উদ্দেশ্য রাখা হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *