উদ্ধার প্রায় ১০ কেজি ওজনের একটি কচ্ছপ
মালদাঃ-রতুয়া জনবহুল এলাকার একটি আমবাগান থেকে উদ্ধার প্রায় ১০ কেজি ওজনের একটি কচ্ছপ। উদ্ধার হয়েছে আজ মালদহের রতুয়া-১ নং ব্লকের বাহারাল গ্রাম পঞ্চায়েতের অন্ডগম্মা বলরামপুর গ্রামে।এলাকাবাসীর অনুমান লাগাতার কয়েকদিনের বৃষ্টির কারণে আশেপাশের পুকুরগুলো ভরাট হয়ে যাওয়ার কারণে কচ্ছপটি ভেসে জনবহুল এলাকায় ঢুকে পরে। আজ সকাল বেলা একটি আম বাগানে ঘোরাফেরা করতে দেখা যায়।খবর দেওয়া হয় রতুয়া থানার পুলিশকে এবং পুলিশ কচ্ছপটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং বনদপ্তরের হাতে তুলে দেই বলে খবর।