আলিয়া ভাট কে নিয়ে বানশালীর ছবি “গাঙ্গু বাই কাটিয়া ওয়াড়ি”
সৌজন্যে :ইন্টারনেট
এ যেন এক মিষ্টি মেয়ের বদলে যাওয়ার গল্প। তবে শুধুই বদলে যাওয়া নয়। বরং বিদ্রোহী হয়ে ওঠা। সে রকমই এক
গল্প নিয়ে এবার বারো পর্দায় আস্তে চলেছেন পরিচালক সঞ্জয় লীলা বানশালী।অভিনেত্রী আলিয়া ভাট কে নিয়েই বাজি
খেলতে চলেছেন বানশালী।
ছবির নাম “গাঙ্গু বাই কাটিয়া ওয়াড়ি”। আর এই ছবিতেই একেবারে অন্য রূপে দেখা যাবে আলিয়া ভাট কে। কপালে লাল টিপ্ ,চোখ ভরা কাজল ,চোখে মুখে এক বিদ্রোহী নারীর বেশ।
পরিচালক ও কোলা কুশলিদরে আসা “গাঙ্গু বাই কাটিয়া ওয়াড়ি” ছবি দর্শক দের মন কারবে। আলিয়া ভাট ও এই ছবি নিয়ে বেশ আশাবাদী।