আলিনগরে ফের নাকা চেকিংয়ে ধরা পড়ল কয়েক লক্ষ টাকা

গত একসপ্তাহ আগে ভাতার আলিনগর মরে নাকা চেকিং করার সময় পুলিশ উদ্ধার করেছিল 60 লক্ষ টাকা।এরপর নাকা চেকিংয়ের ওপর জোর দিয়েছেন ভাতার থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সৈকত মন্ডল।আজ ফের চেকিং করার সময় ভাতারের আলিনগর থেকে উদ্ধার হল দু লক্ষ আশি হাজার টাকা।
পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তাদের কথায় অসঙ্গতি দেখা দিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হয় থানায় সেখানে তাদেরকে অনেকক্ষণ জিজ্ঞাসাবাদ করে এবং তদন্ত করে পুলিশ তাদেরকে ছেড়ে দেয়।পুলিশ সুত্রে খবর ওই ব্যক্তির বাড়ি বীরভূম জেলার নানুর থানায়।তারা ওই টাকা নিয়ে যাচ্ছিল একটি পুরাতন চারচাকা গাড়ি কিনতে।নানুর থানায় খোঁজখবর নিয়ে ওই ব্যক্তিকে ছেড়ে দেয় পুলিশ।
তবে নানুরের ওই ব্যক্তি ভাতার থানার পুলিশ কে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন।কারণ নাকা ছেকিং করলে পুলিশ অনেক কিছুই বেআইনি কাজ বন্ধ করতে পারবে।