আবাস যোজনা ঘর তৈরীর টাকা পেলেও যারা এখনো পর্যন্ত ঘর তৈরি করতে শুরু করেননি তাদের একমাস সময়
পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত সগড়াই গ্রাম পঞ্চায়েতের অধীনে আবাস যোজনা ঘর তৈরীর টাকা পেলেও যারা এখনো পর্যন্ত ঘর তৈরি করতে শুরু করেন নি তাদের ডেকে আলোচনা সভার আয়োজন করা হলো। এর জন্য সগড়াই গ্রাম পঞ্চায়েত এর পক্ষ থেকে আবাস যোজনার ঘর তৈরি টাকা যারা পেয়েছেন অথচ ঘর তৈরি করতে এখনো পর্যন্ত শুরু করেননি তাদের একমাস সময় বেঁধে দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে ঘর তৈরি করার জন্য একাউন্টে যে টাকা পাঠানো হয়েছে সেই টাকা যাতে নির্দিষ্ট খাতে ব্যবহার করা যায় সেদিকে লক্ষ্য রাখতে পঞ্চায়েতের পক্ষ থেকে এই উদ্যোগ। যদি এই নির্দেশের অন্যথা হয় তাহলে আইনানুগ ব্যবস্থা নেবে পঞ্চায়েত প্রশাসন। সগড়াই গ্রাম পঞ্চায়েতের অধীনে প্রতিবছর ২০০ থেকে ২৫০ জন আবাস যোজনার টাকা পায়। তার মধ্যে প্রায় ২৫ থেকে ৩০ জন ব্যক্তি বছর দেড়েক আগে আবাস যোজনা টাকা পেলেও ঘর তৈরি করতে শুরু করেন নি। তাই তাদের হুঁশিয়ার দেওয়া হল ভবিষ্যতে ঘর তৈরি করতে শুরু না করলে এফআইআর পর্যন্ত করা হতে পারে। এদিনের মিটিংয়ে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য বিশ্বনাথ রায়, পঞ্চায়েত প্রধান শুভেন্দু কুমার পাল, এক্সিকিউটিব মেম্বার, থেকে শুরু করে সহায়করা।