আবারও বিক্ষোভের মুখে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী

নন্দীগ্রামঃ নন্দীগ্রাম বিধানসভা। সেই বিধানভা এখন রাজ্যের নজর। কারন এই বিধানসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী ও মীনাক্ষী মুখার্জি মতো হেবিওয়েট নেতারা। তাই শেষ লগ্নের প্রচারে ঝড় তুলতে ঝাঁপি পড়েছে সব দল। একদিকে মমতা অন্যদিকে শুভেন্দুর প্রচারে নজর সকলের। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করে নন্দীগ্রামে প্রার্থী হওয়ার পর থেকে প্রচারে বেরিয়ে বেশ কয়েকবার এলাকার মানুষের বিক্ষোভের মুখে পড়তে হয় শুভেন্দু অধিকারীকে। সোমবার সকাল থেকে নন্দীগ্রামের বিভিন্ন প্রান্তে প্রচার করছিলেন শুভেন্দু অধিকারী।

নন্দীগ্রাম-২ নম্বর ব্লকে আসদতলায় সভা শেষ করে অন্য সভায় যাওয়ার সময় পথ আটকে স্থানীয় মানুষরা বিক্ষোভ দেখাতে থাকে। বিক্ষোভ কারিদের হাতে লাঠি সোটার পাশাপাশি ঝাঁটা জুতা নিয়ে বিক্ষোভ দেখাতে থাকে। বিক্ষোভের কারনে শুভেন্দুর কনভয় দাঁড়িয়ে পড়ে। নিরাপত্তা রক্ষীরা গাড়ি থেকে নেমে বিক্ষোভ কারীদের উপর চড়াও হলে বিক্ষোভকারীরা পালিয়ে যায়। পরে শুভেন্দু অধিকারী তার পরবর্তী নির্বাচনী প্রচারের দিকে এগিয়ে যায়। বারবার শুভেন্দুকে ঘিরে এই ধরনের বিক্ষোভের ফলে রাজ্য রাজনীতিতে নানা জল্পনা তৈরি হয়েছে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *