ত্রাণ তহবিলে ২০০০০ টাকা দান করলেন আউশগ্রাম ১নম্বর পঞ্চায়েতের প্রধান সুবীর মন্ডল।কয়েক দিন আগে আমরা দেখেছি নিজে টোটো করে পঞ্চায়েত এলাকায় করোনা নিয়ে মানুষকে সচেতন করতে পথে নেমেছিলেন। আজ দেখা গেলো কুড়ি হাজার টাকার চেক তুলে দিলেন।

মা মাটি মানুষের সরকারের প্রধানের এই রূপ উদ্যোগে খুশি এলাকার শুভ বুদ্ধি সম্পন্ন মানুষজন। মঙ্গলবার আউশগ্রাম ১নম্বর পঞ্চায়েত সমিতির বিডিও চিত্তোজিত বসুর হাতে এই চেক তুলে দিলেন মানব দরদী এই প্রধান। নিজের পঞ্চায়েত এলাকায় ইতি মধ্যে কাজের নীরিখে বেশ সুনাম অর্জন করেছেন সুবীর মন্ডল।

এদিনের এই দান নিয়ে জানতে চাওয়া হলে তিনি জানান কোনো উদেশ্য প্রনোদিত নয় ,অন্তরের অন্তরস্থল থেকে মানুষের সেবার জন্যই এই দান।তিনি আরো বলেন আসুন সকলে মিলে একজোট হয়ে সাহায্য ও সব রকমের সহযোগিতা করে মরণ ভাইরাস কে পরাজিত করে সুন্দর সকাল দেখার অপেক্ষায় থাকি। খুব তাড়াতাড়ি ভারত বাসি নতুন সকাল দেখবে এ আসা রাখি এবং সবাই বাড়িতে থাকুন ,সুস্থ থাকুন সরকারের কথা মেনে চলুন বলে আবেদন করেন।