আইপিএলের ভবিষ্যত কী?
করোনা ভয়াবহ অবস্থায় আইপিএলের ভবিষ্যত কী?সেই নিয়েও প্রশ্ন উঠতে শুরু হয়ে গিয়েছে। এমনকী অনেকেই টুর্নামেন্ট বন্ধ রাখার পক্ষেই সওয়াল করেছেন।আপাতত আইপিএল স্থগিত রাখার কোনও প্রশ্ন নেই। সোমবার সেকথাই স্পষ্ট জানিয়ে দিলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।কোভিডবিধি মেনেই দেশের মাটিতে আয়োজিত হচ্ছে এবারের আইপিএল। স্টেডিয়ামে দর্শক প্রবেশের অনুমতিও দেওয়া হয়নি।
এক সাক্ষাত্কারে আইপিএলের ভবিষ্যত্ নিয়ে প্রশ্ন করা হলে সৌরভ বলেন, ‘এখনও পর্যন্ত সূচি মেনেই চলবে আইপিএল।’ইতিমধ্যে অনেক ক্রিকেটারই কিন্তু ভারতে বাড়তে থাকা করোনার সংক্রমণ নিয়ে ব্যক্তিগতস্তরে উদ্বেগ প্রকাশ করেছে। কেউ কেউ দেশে ফিরেও গিয়েছেন।আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলিও জানিয়ে দিয়েছে, ভারতের বর্তমান করোনা পরিস্থিতিতে কোনও ক্রিকেটার যদি টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াতে চায়, সেক্ষেত্রে তাকেও সবরকমভাবে সাহায্য করা হবে। এখন দেখার সৌরভের আশ্বাসের পরও টুর্নামেন্ট নির্দিষ্ট সূচি মেনেই শেষ হয় কি না।