আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

অ‌টো ও ব‌লে‌রো পিকআপ ভ্যা‌নের মু‌খোমুখী সংঘ‌র্ষে দুই শিশু সহ হত চার,আহত সাত

Published on: January 14, 2020
---Advertisement---

Join WhatsApp

Join Now

বিশ্বেশ্বর মজুমদার:ত্রিপুরা

অ‌টো ও ব‌লে‌রো পিকআপ ভ্যা‌নের মু‌খোমুখী সংঘ‌র্ষে কাঁঠালত‌লিচাঁন্দ‌খিরা রো‌ডে দুই শিশু সহ হত চার,আহত(সাত)।গা‌ড়ি‌তে অগ্নি সং‌যোগ।প‌রি‌স্থি‌তি সামাল দি‌তে মা‌ঠে ডিএস‌পি,ও‌সি ও সিও।

 মকর সংক্রা‌ন্তির কেনাকাটা শে‌ষে বা‌ড়ি ফেরার প‌থে ভয়াবহ এক পথ দুর্ঘটনায় চার জ‌নের মৃত্যু সহ অন্য সাত জন আহত হ‌য়ে বর্তমা‌নে ক‌রিমগঞ্জ সি‌ভিল হস‌পিট্যা‌লে মৃত্যুর স‌ঙ্গে পাঞ্জা লড়ার খবর পাওয়া গে‌ছে।এ ঘটনায় গোটা এলাকায় ছ‌ড়ি‌য়ে পড়ে। উত্তেজনার রেশ নিয়ন্ত্র‌ণে রাখ‌তে ঘটনাস্থ‌লে বিশাল পু‌লিশ বা‌হিনী মোতা‌য়েন করারও খবর পাওয়া গে‌ছে।


প‌রি‌স্থি‌তি সামলা‌তে তদ‌ন্তে নে‌মে‌ছেন ও‌সি সহ সা‌র্কেল কর্তা এল খিং‌ন্তে ও হেড কোয়ার্টার ডিএস‌পি শুধন্য শুক্ল‌বৈদ্য।ততক্ষ‌নে স্থানিয় এক পঞ্চা‌য়েত নেতার প্র‌রোচনায় একদল উশৃঙ্খল যুবক গা‌ড়ি‌তে অগ্নি সং‌যোগ সহ পু‌লিশ ও সংবাদক‌র্মি‌দের সা‌থেও বা‌জে ব্যাবহা‌রের খবর প্রকাশ্য বে‌রি‌য়ে এসে‌ছে।এমন‌কি উক্ত উশৃঙ্খল যুবকরা বি‌ভিন্ন ব্য‌ক্তির বা‌ড়ি‌তে চড়াও হ‌য়ে ভাংচু‌রেরও প্র‌চেষ্টা সহ সোনাখিরা পু‌লিশ ‌চেকগে‌টে অগ্নি সং‌যো‌গের প্র‌চেষ্টা ক‌রে ব‌লে জানা গে‌ছে।‌



বিষয়‌টি জান‌তে পে‌রে গুয়াহা‌টি‌তে অবস্থানরত পাথারকা‌ন্দির বিধায়ক কৃ‌ষ্ণেন্দু পাল সবাই‌কে ঠান্ডা মাথায় প‌রি‌স্থি‌তি স্বাভা‌বিক ক‌রে তোলার পাশাপা‌শি মৃত‌দে‌হের সৎকার সহ তা‌দের প‌রিজন‌কে স্বান্তনা ও আহত‌দের উপযুক্ত চি‌কিৎসার ব্যবস্থা ক‌রে দেবার অনু‌রোধ জা‌নি‌য়ে‌ছেন।

Join Telegram

Join Now