বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

অ্যাম্বুলেন্স থেকে উদ্ধার বিলিতি মদ

Published on: April 10, 2020
---Advertisement---

Join WhatsApp

Join Now

মালদাঃদেবাশীষ পাল ও দেবু সিংহ  –লক ডাউন চলাকালীন শুক্রবার সাত সকালে  মালদা নালাগোলা রাজ্য সড়কের হবিবপুর থানার পুলিশের হাইওয়েতে নাকা চেকিং চলাকালীন অ্যাম্বুলেন্স থেকে প্রচুর পরিমান বিলিতি মদ উদ্ধারঅ্যাম্বুলেন্সে চেকিং করার সময় অ্যাম্বুলেন্সের ভেতর থেকে বেরিয়ে আসে প্রচুর পরিমাণে মোদের বোতল   সাথে সাথে পুলিশ অ্যাম্বুলেন্স সহ বিলাতি মদের বোতলগুলি আটক করে। 

অ্যাম্বুলেন্সে থাকা মদ সহ এম্বুলেন্স থাকা তিন জন ব্যক্তিদের আটক করে।  তাদের নাম বাবলু সাহা, সোমনাথ দাস,অভিজিৎ হালদারবর্তমানে তাদের  হবিবপুর থানার রাখা হয়েছে হবিবপুর থানার আইসি পূর্ণেন্দু মুখার্জি জানিয়েছেন, শুক্রবার সকালে মালদা-নালাগোলা রাজ্য সড়কের হাইওয়েতে এলাকায় নাকা চেকিংয়ের সময় সন্দেহজনক অ্যাম্বুলেন্সটি আটক করা হয়অ্যাম্বুলেন্সটি থেকে প্রচুর বিলাতি মদের বোতল উদ্ধার হয়েছেগাড়ি ও মদের সহ ব্যাক্তিদে আটক করা হয়েছেঘটনার তদন্ত শুরু করা হয়েছেজিজ্ঞাসাবাদ চলছে এম্বুলেন্সে থাকা  ব্যাক্তিদের 

Join Telegram

Join Now