অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের উপরে হামলার প্রতিবাদে নদীয়ার কৃষ্ণনগর এ যুব তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ
ত্রিপুরায় সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের উপরে হামলার প্রতিবাদে নদীয়ার কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি। বিক্ষোভ কর্মসূচির মধ্য দিয়ে তারা অভিযোগ করেন, তাদের সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় এর উপরে হামলা চালিয়েছে বিজেপির দুষ্কৃতী বাহিনী। জেড ক্যাটাগরির নিরাপত্তা থাকতেও ত্রিপুরা সরকার অভিষেক বন্দ্যোপাধ্যায় কে নিরাপত্তা দিতে পারিনি। সেই সুযোগেই বিজেপির হার্মাদ বাহিনি তাদের নেতার উপর হামলা চালায়। এছাড়াও পশ্চিমবঙ্গে যখন বিজেপি বলছে গণতন্ত্র নেই, সেখানে তাদের শাসক রাজ্যে এইভাবে তাদের নেতার উপরে পরিকল্পিতভাবে আক্রমণ এটা কি গণতন্ত্র হত্যা নয়। স্বভাবতই এই ঘটনাকে কেন্দ্র করে গোটা রাজ্য এখন তোলপাড়। রাজ্যের পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্তে প্রতিবাদে সামিল হয় তৃণমূল, আজ একইভাবে নদীয়ার কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে যুব তৃনমূলের পক্ষ থেকে প্রতিবাদ বিক্ষোভ দেখায় তারা।