আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

অন্তঃসত্ত্বা বধূর পেটে লাথি মেরে গর্ভের সন্তান নষ্ট করে দেওয়ার অভিযোগ

Published on: January 5, 2020
---Advertisement---

Join WhatsApp

Join Now

                                  রিতা ভট্টাচার্য্য -কালনা 

কু প্রস্তাবে রাজি না হওয়ায় বাড়ির সিঁড়ি ভাঙার অজুহাতে অন্তঃসত্ত্বা বধূর পেটে লাথি মেরে গর্ভের সন্তান নষ্ট করে দেওয়ার অভিযোগ নিজের দুই দেওরের বিরুদ্ধে।ঘটনাটি হুগলীর বলাগড় থানা এলাকার দারপাড়া গ্রামের।আহত ও রক্তাক্ত গৃহবধু গুলসারানা বেগম কালনা সুপার স্পেশালিটি হসপিটালে চিকিৎসাধীন।অভিযুক্ত ইসরাইল শেখ ও নজরুল শেখ পলাতক।ঘটনার তদন্ত শুরু করেছে বলাগড় থানার পুলিশ।


পুত্র সন্তান কে নিয়েই একাই থাকেন গৃহবধু গুলসারানা বেগম,একার সুযোগ নিয়ে তার দুই  দেওর ইসরাইল শেখ ও নজরুল শেখ বধূর বাড়িতে ঢুকে প্রায় কু প্রস্তাব দিতো ও শীলতাহানি করতো।কু প্রস্তাবে রাজি না হওয়ায় ও শীলতাহানির প্রতিবাদ করাই তার একমাত্র ছেলেকে খুনেরও হুমকি দিতো তারা।



বাড়ির সিঁড়ি ভাঙাকে নিয়ে বিবাদ শুরুহতেই অন্তঃসত্ত্বা বধূকে পেটে লাথি মারে।আহত ও রক্তাক্ত অবস্থায় তাকে প্রথমে জিরাট সাস্থ কেন্দ্রে নিয়ে যায় গ্রামবাসীরা।অবস্থা অবনতি হতে থাকায় তাকে কালনা সুপার স্পেশালিটি হসপিটালে নিয়ে আনেন পরিজনরা।বলাগড় থানায় অভিযোগ দায়ের করে আক্রান্ত বধূ ,অভিযুক্তরা পলাতক।

Join Telegram

Join Now