বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

কেন পালিত হয় রামনবমী? রাম নবমীতে রয়েছে শুভ যোগ

Published on: April 10, 2022
---Advertisement---

Join WhatsApp

Join Now

হিন্দু ধর্মাবলম্বীদের কাছে জনপ্রিয় উৎসব রামনবমী। চৈত্র নবরাত্রির শেষ দিনে রামনবমী পালিত হয়। কথিত আছে, ভগবান শ্রী রাম চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে জন্মগ্রহণ করেন। রাজা দশরথ ও রানি কৌশল্যার সন্তান হিসাবে এই দিন দেবতা রামের জন্ম হয়। তাই এই দিনটিকেই রাম নবমী হিসেবে পালন করা হয়। এবছর ১০ এপ্রিল, রবিবার রাম নবমী পালিত হচ্ছে সারা দেশ জুড়ে। নবমী তিথি ৯ই এপ্রিল গভীর রাতে ০১.২৩ মিনিট থেকে শুরু হয়ে এবং ১১ এপ্রিল বিকেল ০৩.১৫ পর্যন্ত থাকবে।

 

নবরাত্রির সময়কালের মধ্যে রাম নবমী পুজো ঘিরে দেশের বিভিন্নপ্রান্তে উৎসবের আয়োজন দেখা যায়। সারা দেশের রাম মন্দিরে ভগবান শ্রী রামের আরাধনা করা হয় রাম নবমীর এই বিশেষ দিনে। জ্যোতিষশাস্ত্র মতে, ২০২২ সালের রামনবমীর দিন একাধিক দুর্লভ যোগ দেখা যেতে চলেছে। রাম নবমীর দিন পড়েছে রবি-পুষ্প যোগ, সর্বার্থ সিদ্ধি যোগ, রবির ত্রিবেণী সংযোগ যোগ। এই তিন যোগের ফলে ২০২২ সালের রামনবমীর মাহাত্ম্য কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে।

 

হিন্দুরা বিশ্বাস করেন, রাম নবমীর দিনে পূজার্চনা করলে সুফল মেলে। মনস্কামনা পূর্ণ হয়। এই বিশেষ দিনে শ্রীরামচন্দ্রের সঙ্গে সীতাদেবী ও লক্ষ্মণ, বজরংবলির পুজো করা হয়। রামজন্মোৎসবের শুভ মুহূর্ত শুরু হবে ১০ এপ্রিল ১১ টা ৬ মিনিটে। আর তা শেষ হবে দুপুর ১ টা ৩৯ মিনিটে। তবে শ্রীরামচন্দ্রের পুজোর শুভ সময় শুরু হতে চলেছে দুপুর ১২ টা ৪ মিনিট থেকে। এই শুভ তিথি চলবে ১২ টা ৫৩ মিনিট পর্যন্ত।

 

কতিথ আছে, রামনবমীর দিন শ্রীবিষ্ণু শ্রীরামচন্দ্রের রূপ নিয়ে ধরায় পদার্পণ করেন। অশুভ শক্তির দমনে ও শুভ শক্তির আহ্বান করার জন্যই ধরাধামে আবির্ভূত হন শ্রীরামচন্দ্রের। রামনবমীর দিনে হনুমান চল্লিশা পাঠ করলে জীবনের সকল বাধা বিপত্তি দূরীভূত হয়। এদিন বিপদ থেকে দূরে থাকতে রামরক্ষা স্তোত্রও পাঠ করে থাকেন অনেকেই। স্নান করে শুদ্ধ বসনে রাম-নাম জপ করলেও মেলে কাঙ্ক্ষিত ফল।

Join Telegram

Join Now