অবশেষে বিধানসভায় খাতা খুলল কংগ্রেস সাগরদিঘি বিধানসভার উপনির্বাচনে তৃণমূলকে হারিয়ে জয়ী বাম-কংগ্রেস জোট প্রার্থী বায়রন বিশ্বাস। আর সাগরদিঘির এই জয়ে উল্লসিত হয়ে বৃহস্পতিবার সন্ধেয় বিজয় মিছিল করলো বাম-কংগ্রেস। নৈহাটির জান মহম্মদ ঘাট রোডের সিপিআইএমের এরিয়া কমিটির কার্যালয়ের কাছ থেকে মিছিল শুরু


হয়ে অরবিন্দ রোড হয়ে ঘোষপাড়া রোডের সাহেব কুঠি কংগ্রেস কার্যালয়ের সামনে গিয়ে মিছিল শেষ হয়। মিছিলে পা মেলালেন উত্তর ২৪ পরগনা জেলা কংগ্রেসের সহ-সভাপতি পরেশ সরকার, সিপিআইএমের নৈহাটি এরিয়া কমিটির সম্পাদক মলয় ভট্টাচার্য-সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিজয় মিছিলে যোগ দিয়ে কংগ্রেস নেতা পরেশ সরকার বলেন, এই জয়ের মাধ্যমে তৃণমূলের ক্ষয় শুরু হল। মানুষ ভোট দিতে পারলে তৃণমূল পরাজিত হতে পারে। সাগরদিঘির ফল তারই প্রমাণ।