বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

কালিয়ানিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হেলিকপ্টারে অবতরণ

Published on: May 5, 2022
---Advertisement---

Join WhatsApp

Join Now

ঘড়ির কাঁটায় ঠিক দুপুর ১টা নাগাদ বনগাঁ পেট্রাপোল সীমান্তে কালিয়ানিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হেলিকপ্টারে অবতরণ করেন। এরপর কালিয়ানি থেকে রাস্তা ধরে বিএসএফের হরিদাসপুর ১৫৮ ব্যাটেলিয়ানে আসেন। সেখানে ‘মৈত্রী মিউজিয়াম’-এর শিলান্যাস করেন।

মৈত্রী মিউজিয়ামে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ভারতের ভূমিকা নিয়ে যে সমস্ত তথ্য, স্মৃতি এবং ছবি রয়েছে সেগুলোকে সংরক্ষিত রাখা হবে। মূলত অমিত শাহ বিএসএফের উচ্চ আধিকারিকদের সঙ্গে সীমান্ত সমস্যা নিয়ে আলোচনা করেন।

কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, সাংসদ নিশীথ প্রামানিক ও বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিধায়ক সুব্রত ঠাকুর, অশোক কীর্তনীয়া এবং স্বপন মজুমদার ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শান্তনু ঠাকুরের দাবি, শুধুমাত্র অফিসিয়াল অনুষ্ঠানের জন্যই তিনি এসেছিলেন। অন্যান্য কোনও বিষয় নিয়েই আলোচনা হয়নি। সিএএ নিয়ে কোনও কথাই হয়নি। তবে সিএএ শীঘ্রই চালু হবে।

Join Telegram

Join Now