শিশু কোলে প্রচারে তৃনমূল কংগ্রেসের প্রার্থীর
দরজায় কড়া নাড়ছে পুর ভোট। নির্বাচনী লড়াইয়ের ময়দানে কোমড় বেঁধে নেমেছেন শাসক-বিরোধী সকলে। প্রচারের ঝড় তুলেছেন সকলেই। এবার শিশু কোলে নিয়ে প্রচার করতে দেখা গেল তৃণমূল কংগ্রেস প্রার্থীকে। শুধু প্রচার নয় মনোনয়ন পত্রও জমা দিয়েছিলেন দু মাসের শিশুকে নিয়ে।এরপর প্রচারেও বেরোলেন কোলে শিশুকে নিয়ে।
দু মাসের শিশুকে কোলে নিয়েই প্রচার চালাচ্ছেন পূর্ব বর্ধমান জেলার দাঁইহাট পুরসভার সাত নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী শুভ্রা ঢালী। এলাকার অলিগলি ঘুরছেন তিনি। মানুষের পাশে থাকার বার্তা দিচ্ছেন প্রার্থী শুভ্রা ।
কথায় আছে, ‘যে রাঁধে সে চুলও বাঁধে’। তারই প্রমাণ দিল এই তৃণমূল কংগ্রেস প্রার্থী। সংসারের কাজ সেরে বাচ্চা সামলে দলের কাজে ব্যস্ত তিনি। একদিকে মায়ের দায়িত্ব সামলাচ্ছেন শুভ্রা।
অন্যদিকে এলাকার মানুষের কাছে পৌঁছে তাঁদের অভাব অভিযোগের কথাও শুনছেন তিনি।সব মিলিয়ে নিজের জয়ের ব্যাপারে আশাবাদী শুভ্রা। জয়ের পর এলাকার মানুষদের জন্য কাজ করবেন এলাকার সমস্ত সমস্যা দূর করবেন বলে ইচ্ছে প্রকাশ করেন তিনি।
প্রার্থী শুভ্রা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে যখন লড়াই করছেন তখন সব বাধা কাটিয়ে রাস্তায় নেমেছেন। শিশুকে বাড়িতে ঘণ্টার পর ঘণ্টা কে দেখবে তাই বাচ্চা কোলে নিয়েই প্রচারে বেড়িয়েছেন। এলাকার মানুষজনের থেকে ভালো সারা মিলছে।
ভোটে ১০০ শতাংশ জয় হবে তৃণমূল কংগ্রেসের বলে আশাবাদী তিনি।স্থানীয় এক বাসিন্দা বাবুনি বর্মন বলেন, “এভাবে বাচ্চা কোলে নিয়ে প্রচার করতে দেখি নি এর আগে। আমরা চাই এই পার্থীই জয়ী হোক। মানুষের জন্য কাজ করার সুযোগ পাক।”