ট্রাফিক কন্ট্রোল রুম স্থানান্তরিত
বর্ধমানের কার্জনগেটে ট্রাফিক কন্ট্রোল রুম স্থানান্তরিত করা হলো ম্যান্ডেলা পার্কেপূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের ট্রাফিক কন্ট্রোল রুম স্থানান্তরিত করা হলো।
বর্ধমানের কার্জনগেটে ট্রাফিক কন্ট্রোল রুম স্থানান্তরিত করা হলো ম্যান্ডেলা পার্কেপূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের ট্রাফিক কন্ট্রোল রুম স্থানান্তরিত করা হলো। বর্ধমান শহরের প্রাণকেন্দ্র কার্জন গেট চত্বরে যে ট্রাফিক কন্ট্রোল রুম ছিল সেই ট্রাফিক কন্ট্রোল রুম স্থানান্তরিত করা হল ম্যান্ডেলা পার্কের উপরে।
এ ব্যাপারে পূর্ব বর্ধমান জেলার ট্রাফিক ডিএসপি অতনু ঘোষাল কে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, কার্জন গেট চত্বর থেকে ওই এলাকার সিগনালিং ট্রাফিক কন্ট্রোল করা হতো। কিন্তু ওই অফিসটি রাস্তার ওপরে থাকায় অসুবিধার সম্মুখিন হতে হতো। তাই এটিকে সরিয়ে ম্যান্ডেলা পার্ক সংলগ্ন এলাকায় একটু উঁচু জায়গায় করা হয়েছে ট্রাফিক কন্ট্রোল রুম।
যাতে উঁচু জায়গা থেকে পরিষ্কারভাবে সব দেখা যায়। ফলে তাদের কাজের সুবিধা হবে বলেই জানিয়েছেন ডিএসপি অতনু ঘোষাল। তিনি আরো জানান কয়েক দিনের মধ্যেই বিডিএ তাদের হাতে ওই অফিসটি হস্তান্তরিত করবেন।