বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

ইউকো ব্যাঙ্কের পক্ষ থেকে প্রশিক্ষণ শিবির

Published on: December 4, 2021
---Advertisement---

Join WhatsApp

Join Now

রাজ্যের সর্বত্র বিদ্যালয় গুলি খুলে গেছে।নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্লাস চলছে জোড় কদমে।নতুন শিক্ষাবর্ষ অর্থাৎ জানুয়ারি থেকে হয়তো সব ক্লাসের পঠন পাঠন ও শুরু হয়ে যাবে।এমতাবস্থায় প্রয়োজন হবে নতুন স্কুল ড্রেসের। সেই ড্রেসের পর্যাপ্ত যোগান দিয়ে পূর্ব বর্ধমানের বিভিন্ন জায়গার মেয়েরা যাতে কিছু রোজগার করতে পারে সেই উদ্দেশ্যে বাছাই করা কিছু মেয়েকে প্রশিক্ষণ দিচ্ছে ইউকো ব্যাংকের গ্রামীণ স্বনির্ভর প্রশিক্ষণ কেন্দ্র।

এই প্রশিক্ষণ প্রসঙ্গে সংস্থার ডিরেক্টর সুমন রায় জানান ‘গত 15 নভেম্বর থেকে এই প্রশিক্ষণ শুরু হয়েছে যা চলবে 15 ডিসেম্বর পর্যন্ত।এখানে রাজ্য সরকারের পূর্ব বর্ধমান জেলা গ্রাম উন্নয়ন বিভাগ থেকে জেলার তেইশটি ব্লকের মোট 95 টি মেয়ের নাম পাঠানো হয়, যারা সকলেই প্রায় কোন স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত। তিনি বলেন, একমাস ব্যাপী এই প্রশিক্ষণে মূলত বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ড্রেস তৈরির উপরই জোর দেয়া হচ্ছে, যাতে গোষ্ঠীর মাধ্যমে তারা সরকারের কাছে তা বিক্রি করে দু পয়সা রোজগার করতে পারে। প্রশিক্ষণ শেষে সকলকেই সরকারি শংসাপত্র দেয়া হবে বলে জানান সুমন বাবু।

Join Telegram

Join Now