ফের মোদী সরকারের সি এ এ নিয়ে এবার মুখ খুললো দিলীপ ঘোষ
পূর্ব বর্ধমান :- ফের মোদী সরকারের সি এ এ নিয়ে এবার মুখ খুললো বিজেপি কেন্দ্রীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ বলেন মোদীজি সি এ পাশ করিয়েছেন, মোদী আইন তৈরী করেছেন, মোদীই তাদের নাগরিকত্ব দেবেন।পাশাপাশি স্কুল কলেজ খোলার বিষয়ে তিনি বলেন দেশের সমস্ত যায়গায় স্কুল খুলেগেছে,আমাদের এখানে এখনো স্কুল কলেজ খুলছে না।
বাচ্ছারা পড়াশোনা ভুলেগেছে,বানান লিখতে পারছেনা।অনলাইনে কি পড়াশোনা হয়?সারা দেশে সব খুলে গেছে। বাড় খুলেগেছে, মেলা খেলা সব হচ্ছে আর স্কুল খুলতে অসুবিধা।হাজার হাজার কোটি টাকা খরচ করে স্কুল বিল্ডিং করা হয়েছে তার গুরুত্ব কি আছে।অবিলম্বে স্কুল কলেজ খোলার দাবী জানান কেন্দ্রীয় সহ সভাপতি।রবিবার দিল্লি অধিবেশনে যাবার আগে বর্ধমান স্টেশনে চায়েপে চর্চায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা দিলীপ ঘোষ ।
কোলকাতা করপোরেশনে ক্রাইসিসের তথ্য বিষয়ে দিলীপ বাবু বলেন শিল্পপতিদের মেরে বাংলথেকে বেড়করে দিয়েছে।সেই শিল্পপতিদের সমাজের শত্রু বানিয়ে দিয়েছে।এখন তাদের কাছে হাত পাততে হচ্ছ।যদি শিঙ্গুর থেকে টাটাকে না তাড়াতো তা হলে আজ আর এই দিন দেখতে হতো না।সাম্প্রতিক বর্ধমান হাসপাতালে অগ্নিদগ্ধ হয়ে কভিড রোগীর মৃত্যু নিয়ে হাসপাতাল কতৃপক্ষের চরম গাফিলতির অভিযোগ তুললেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ বলেন কোভিড রোগীর তথ্য লোপাট করতে চাইছে সরকার। যাতে ক্ষতি পূরন না পায়।