বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

এবারও জমজমাট আনন্দ বার্তা শারদ সম্মান অনুষ্ঠান……

Published on: October 15, 2024
---Advertisement---

Join WhatsApp

Join Now

ABG Pathoscan Center নিবেদিত আনন্দবার্তা শারদ সম্মান ২০২৪ অনুষ্ঠিত হয়ে গেলো। এ বছর নিয়ে ১৭ বছর এই শারদ সম্মান করছে আনন্দবার্তা। বিশেষ ভাবে এ বছর সহযোগিতা করেছেন ডিপ্লোমেট নার্সিংহোম, উত্তরা হাট, মৃগয়া হোটেল এন্ড রেস্টুরেন্ট, জুয়েলস N জুয়েলারি, ব্রাইট একাডেমি।

এ বছর মোট ১৫ টি শারদ সম্মান দেওয়া হয় আনন্দবার্তার পক্ষ থেকে। পাঁচ জন বিচারক বর্ধমান শহরে ২৪ টি পূজা মন্ডপ পরিদর্শন করেন। যার মধ্যে বড়শুল এর দুটি পুজো মণ্ডপ ছিল। এবারে বিচারকের দায়িত্বে ছিলেন স্পিড এর কর্ণধার তাপস মাকড়, সারদাময়ী জুয়েলার্স এর কর্ণধার সঞ্জীব পাল, বিশিষ্ট নাট্য শিল্পীবৃন্দ রতন পাল, বাসুদেব ঘোষ এবং সোহিনী লোধ।বিচারকদের বিচারে সেরা মন্ডপ গুলিকে আমরা ষষ্ঠীর দিন পুরস্কার তুলে দিই। সমগ্র শারদ সম্মান অনুষ্ঠানে সঞ্চালিকার দায়িত্বে ছিলেন সুদীপা।

এ বছরের সেরা সেরা আলমগঞ্জ বারোয়ারি, সেরা পুজো বাজে প্রতাপপুর ট্রাফিক কলোনি, সেরা মন্ডপ পদ্মশ্রী সংঘ, সেরা প্রতিমা ময়ুরমহল মাতৃ সংঘ, সেরা আলোকসজ্জা সর্ব মিলন সংঘ, সেরা থিম বড়শুল জাগরণী, সেরা পরিবেশ শ্যামলাল সর্বজনীন দুর্গাপূজা কমিটি, সেরা ভাবনা কাঞ্চননগর সুভাষ সংঘ, সেরা অভিনব পুজো ভবানী ঠাকুর লেন দুর্গাপূজা কমিটি, দর্শকের বিচার এর সেরা পুজো নীলপুর আমবাগান জাগরণী সংঘ,সেরা আবাসনের পুজো ন্যাচারাল লেক সিটি, সেরা আবাসনের প্রতিমা রেনেশা BRTCWA, সেরা নতুন পুজো গোলাহাট প্রগতি সংঘ।

এছাড়াও জুয়েলস N জুয়েলারির উদ্যোগে সেরা মায়ের গহনা পুরস্কার ছিল 5000 টাকা। মায়ের সেরা গহনা পুরস্কার পায় সবুজ সংঘ। প্রতিবছর আর্থিক পুরস্কার থাকলেও এ বছরে মাত্র একটি পাঁচ হাজার টাকার পুরস্কার ছিল মায়ের সেরা গহনা, এই পুরস্কার পায় সবুজ সংঘ। আনন্দ বার্তা পরিবারের সদস্য পার্থ মজুমদার, তন্ময় ঘোষ, রনি ঘোষ, ব্রততী গাঙ্গুলী সকলের অক্লান্ত পরিশ্রম ও প্রচেষ্টায় ১৭ তম বর্ষে শারদ সম্মান সম্পন্ন হয়।

Join Telegram

Join Now