রাস্তা তৈরির জন্য ৬০ শতাংশ বাজেট কমালো রাজ্য
এবার রাস্তাঘাট তৈরিতে বাজেট কমাতে চাইছে রাজ্য। জারি করা হল বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাস্তার জন্য যে বাজেটে বরাদ্দ করা হয়েছে তার প্রায় ৬০ শতাংশ খরচ কমাতে হবে।
প্রসঙ্গত, রাজ্যে এ মাস থেকে শুরু হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প।বাড়ির মহিলাদের হাতে টাকা পৌঁছে দিতে চাইছে রাজ্য সরকার। যার জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় ১৭ থেকে ১৮ হাজার কোটি টাকা। আর এই পরিস্থিতিতে এবার খরচ কমানোর পথে হাঁটতে চলেছে নবান্ন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে চলতি বছরের বাজেটে রাস্তার জন্য ৪ হাজার ৬১৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। কিন্তু তার মধ্যে ২ হাজার ৭৫০ কোটি টাকা খরচ কমানোর কথা বলা হয়েছে।
পূর্ত দপ্তর সূত্রে খবর, নতুন রাস্তা ব্রিজ তৈরির পথে না হেঁটে পুরনোগুলিকেই সংস্কারের ওপর জোর দিতে চাইছে নবান্ন। রাজ্যের তিনটি জোনে কোথায় কোন প্রকল্পে কত খরচ করা হবে তারও তালিকা দেওয়া হয়েছে।
প্রসঙ্গত কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী হুটহাট খরচ করতে না বলেছিলেন আর এবার সেই পথেই হাঁটল পূর্ত দপ্তর। যদিও এই খরচ কমানোকে হাতিয়ার করছে বিরোধীরা। বিজেপির অভিযোগ, ‘খেলা-মেলার সরকার। উন্নয়নের টাকা নেই। কাজের টাকা নেই।’ তবে নবান্নে তরফের যুক্তি দেওয়া হয়েছে খরচ কমানো হলেও রাস্তা সংস্কারের ক্ষেত্রে কোনও ত্রুটি থাকবে না।