বিরোধী শিবিরে ভাঙন ধরালো শাসক দল তৃণমূল কংগ্রেস

পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ যতই এগিয়ে আসছে রাজনৈতিক পালা বদল ততই বৃদ্ধি পারছে

পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ যতই এগিয়ে আসছে রাজনৈতিক পালা বদল ততই বৃদ্ধি পারছে । এবার বিরোধী শিবিরে ভাঙ্গন ধরালো শাসক দল তৃণমূল কংগ্রেস । এদিন বাঁকুড়া জেলার পাত্রসায়ের ব্লকের বীর সিং এলাকায় তৃণমূল কংগ্রেসের একটি কর্মী সম্মেলন অনুষ্ঠিত হলো । সেখানেই বীর সিং এর বিজেপির শক্তি প্রমুখ নিমাই মাল সহ ৫০ টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগ দিলেন । যোগদানকারীদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত দত্ত সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা । আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে এই যোগদান তৃণমূল কংগ্রেসের দলীয় সংগঠনকে একদিকে যেমন মজবুত করবে অন্যদিকে তেমনি বিজেপির পায়ের তলার মাঠে দুর্বল করল এমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ ।

 

 

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানকারী বিজেপির শক্তির প্রমুখ নিমাই মাল জানান , বিজেপিতে থেকে কিছু করা সম্ভব নয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার উন্নয়ন করছেন তাই সেই উন্নয়নের সরিক হতে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলাম ।এ বিষয়ে বিষ্ণুপুর সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত দত্ত বলেন , তারা আমাদের কাছে আবেদন করেছিল যে বিজেপিতে থেকে কোন উন্নয়ন করা যাবে না যেহেতু তৃণমূল রাজ্যের উন্নয়ন করছে তাই তারা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন । সকলকে একসাথে নিয়ে আগামী দিনে আমরা পঞ্চায়েতে লড়াই করব বলেই জানান তিনি ।

 

 

এ বিষয়ে শাসকদলকেই কটাক্ষ করেছেন সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামী । তিনি সাংবাদিকদের মুখোমুখী হয়ে বলেন , ২০২১ সাল পর্যন্ত নিমাই মাল বিজেপির শক্তি প্রমুখ ছিল পরবর্তী সময়ে পার্টির সাথে সেভাবে আর না থাকায় এই মুহূর্তে তিনি দলের কোন দায়িত্ব নেই । তৃণমূল কংগ্রেস ভয় দেখিয়ে তাদেরকে যোগদান করাচ্ছে যোগদানকারীরা কখনোই তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে না ।তবে বিজেপি বিধায়ক যাই বলুক না কেন আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে বিজেপির পায়ের তলার মাটি কিছুটা হলেও যে দুর্বল হল তা আর বলার অপেক্ষা রাখে না ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *