আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

নতুন ভাইরাসের দাপট –নাইরো ভাইরাস!

Published on: July 19, 2023
---Advertisement---

Join WhatsApp

Join Now

সিসিএইচএফ ভাইরাসের দাপটে কাঁপছে গোটা বিশ্ব।হু-এর তরফ থেকে এই ভাইরাসের আক্রমণের বিষয়ে সতর্ক করা হয়েছে।সিসিএইচএফ সাধারণ মানুষের জীবনে বড় একটি আশঙ্কা হয়ে দাঁড়াতে চলেছে।সিসিএইচএফ, যার পুরো নাম ক্রিমেন-কঙ্গো হেমারোজিক ফিভার।মানব শরীরে এই রোগটির ব্যপক প্রভাব পড়ছে।নাইরো ভাইরাসের আক্রমণে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে অনেককেই।

১০ শতাংশ থেকে কখনও কখনও ৪০ শতাংশেও পৌঁছচ্ছে মৃতের সংখ্যা।এই রোগটির উপসর্গ কী? মাথা যন্ত্রণা, জ্বর, কোমরে যন্ত্রণা, পেটে ব্যাথা, বমি, লাল চোখের মতো উপসর্গ দেখা দিচ্ছে।অতিরিক্ত মাত্রায় আক্রান্ত হচ্ছেন, তাঁদের পরিস্থিতি হচ্ছে আরও খারাপ।তাঁদের জন্ডিস, মুড সুইংয়ের মতো সমস্যা দেখা দিচ্ছে।পাশাপাশি নাক দিয়ে রক্ত পড়া, ইঞ্জেকশনের স্থান থেকে রক্ত বন্ধ না হাওয়ার মতো সমস্যাও দেখা দিচ্ছে।

Join Telegram

Join Now