১ লা জানুয়ারী খোলা থাকবে মা সর্ব্বমঙ্গলার মন্দির

ফাস্ট জানুয়ারীতে বন্ধ থাকছে না বর্ধমানের সর্ব্বমঙ্গলা মন্দির।সরকারী বিধিনিষেধ মেনেই মন্দিরে প্রবেশ করানো হবে ভক্তদের। করোনা সংক্রমণের কারনে রাজ্যের অনেক বড়ো বড়ো মন্দির বন্ধ থাকলেও মন্দির খোলা রাখার সিদ্ধান্তে অনড় বর্ধমান সর্ব্বমঙ্গলা মন্দির ট্রাস্ট বোর্ড। বাংলা ১লা বৈশাখের মতনই ,ইংরেজি ১লা জানুয়ারিতে মন্দিরে এসে পূজো দিতে পারবেন ভক্তরা।তবে সরকারী বিধিনিষেধ মেনেই চলবে মন্দিরে প্রবেশ।

বর্ধমান সর্ব্বমঙ্গলা মন্দিরের পুরোহিত তথা ট্রাস্ট বোর্ডের সদস্য অরুন ভট্টাচার্য বলেন বিধিনিষেধ মেনেই ১লা জানুয়ারিতে প্রবেশ করানো হবে ভক্তদের।অরুন বাবু বলেন মানুষ এখন অনেক সচেতন। আবার কিছু কিছু মানুষ এখনো অসচেতন আছেন সেটা যার ফলে একটু সমস্যা দেখা দেয়। তবে অন্যান্য বছরের তুলনায় এবছর ভক্তদের ভির অনেকটাই কম হবে বলে মনে করেন প্রধান পুরোহিত।



বড়বেলুন এলাকার বাসিন্দা পুতুল গঙ্গোপাধ্যায় বলেন মন্দির খোলা রাখা দরকার। বছরের প্রথম দিন অনেকেই পূজো দিতে আসেন।প্রোটেকশন নিয়ে মন্দিরে এলে কোনো সমস্যা নেই। তবে মানুষ দের আর সেরকম ভাবে প্রোটেকশন নিতে দেখা যাচ্ছেনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *