বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

পরপর দু’বার ছোবল কিং কোবরার,মৃত্যু সাপেরই

Published on: October 19, 2022
---Advertisement---

Join WhatsApp

Join Now

দুবার ছোবল কিং কোবরার কিছুক্ষণ পরেই নিস্তেজ হয়ে কয়েক সেকেণ্ডের মধ্যে মারা যায়। সাপটি ঘটনায় রীতিমত তোলপাড়।উত্তরপ্রদেশের কুশীনগরের ঘটনা।স্তম্ভিত হয়ে ওই যুবক সাপটিকে একটি প্লাস্টিকে মুড়ে নিয়ে আসেন স্থানীয় হাসপাতালে।ইমার্জেন্সিতে থাকা ডাক্তারদের ঘটনার কথা খুলে বলেন যুবক।যুবকের এমন দাবি ঘিরে হুলস্থূল হাসপাতাল।

ভাইরাল সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা হাসপাতালের বেডে মৃত সাপটিকে ধরে যুবক দাবি করেন এই কিং কোবরা তাকে পরপর দুবার ছোবল মারে।সাপটি এরপরই মারা যায়।পাশাপাশি হাসপাতালের চিকিত্‍সকদের প্রয়োজনীয় চিকিত্‍সা শুরু করারও অনুরোধ জানান।কেন সাপটি মারা গেল তা স্পষ্ট নয়।

Join Telegram

Join Now